হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ১০টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ১২০টি ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। শনিবার ওই গাছের চারা ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পে রোপণ করা হয়।

এছাড়া আরও ৫৫ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে নেতৃত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আল আমিন মডেল একাডেমি, কেশবপুর পৌর কারিগরি বাণিজ্য কলেজ, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা ও জাহানপুর মিশন স্কুল, মাদারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, মধুসূদন সঙ্গীতালয়, আলোকিত সংঘ এবং রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক পরিষদ চত্ত¡রে ওই গাছের চারা রোপণ করা হয়।

গাছের চারা হিসেবে আম, লেবু, পেয়ারা, বকুল, আমলকি ও হরতকি রোপণ করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ২শত ৫০ টি গাছ রোপন করলে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, পৌর কারিগরি ও বাণিজ্যে কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাকির হোসেন, আল-আমিন মডেল একাডেমির নিরর্বাহী পরিচালক আব্দুল গফুর গাজী, শিক্ষক সাহা বৈদ্য নাথ, সাংস্কৃতিক সংগঠক অলোক বসু বাপী, প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, অমিত সরকার প্রমুখ।

এ বিষয়ে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের বন্ধু। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের এ ধরণের উদ্যোগ সত্যিই প্রশাংসার দাবি রাখে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন