নিজস্ব প্রতিনিধি, কেশবপুর :
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস মোকাবেলায় শতভাগ মাক্স পরার নিয়ম থাকলেও সে নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না ।
কেশবপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাক্স পরছেন না শতকরা সত্তুর ভাগ মানুষ । যারা ব্যবহার করছেন তারা মুরুব্বী । যুব ও তরুনদের ভিতর মাক্স পরার আগ্রহ কম । উপজেলা প্রশাসন থেকে বার বার তাগিদ দেয়া হলেও সেটা মানা হচ্ছে না । গত একসপ্তাহ ধরে মাক্স ব্যবহারের প্রবনতা কমতে শুরু করেছে । এলাকার মুরুব্বীরা জানান , ডাক্তাররা যখন পিপিই পরে আক্রান্ত হয় । তখন একটা মাক্স পরতে তাদের এতো সমস্যা । বিষয়টি প্রশাসনের গোচরীভুক্ত হওয়া জরুরী ।