স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের পঞ্চম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সাহিত্য আসরের আয়োজন করা হয়। ভাষা শহীদদের প্রতি এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।
কবি প্রনব মন্ডল মানবের সঞ্চালনায় সাহিত্য আসরে কবিতা পাঠ করেন, কবি এম এন এস তুর্কী, কবি এম এ কাশেম অমিয়, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, কবি তাপস দে, বাবুর আলী গোলদার, ভদ্রাবতি বিশ্বাস, সমীর দাস, তাপস মজুমদার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দব চক্রবর্ত্তী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, কবি সুব্রত বসু কংকন, কবি মুনছুর আযাদ, কবি আক্তারুজ্জামান, সাংবাদিক সিদ্দিকুর রহমান প্রমুখ।