হোম খুলনাযশোর কেশবপুরে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্য আসর

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সাহিত্য আসরের আয়োজন করা হয়। গুণিজনদের উপস্থিতিতে সাহিত্য আসরটি হয়ে ওঠে প্রাণবন্ত।

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির সভাপতিত্বে সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক।

বিশেষ অতিথি ছিলেন, কবি ও কথা সাহিত্যিক যোগেন চট্টোপাধ্যায়, কবি গোপাল চন্দ্র বালা, সাহিত্যিমনা প্রকৌশলী সুধাংশু মল্লিক, কবি গোবিন্দ বৈরাগী, সাহিত্যিক দেবাশীষ চক্রবর্ত্তী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ স¤পাদক সাংবাদিক মোতাহার হোসাইন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, সংগঠনের সহসভাপতি কবি ইব্রাহিম রেজা, যুগ্ম সম্পাদক মুনছুর আযাদ, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম, কবি ভদ্রাবতী বিশ্বাস, ছড়াকার দীপক বসু, মাহমুদ-উল মামুন, প্রবীর কুমার সরকার, কবি আক্তারুজ্জামান, এম এ কাসেম অমীয়, আমিনুর রহমান বুলবুল প্রমুখ। ই

সরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের মানবতার কবি হেবা কামালকে এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়। এ ছাড়া সাহিত্য আসরে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন