হোম খুলনাযশোর কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী-২৪) দিনব্যাপী ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, আইএমইডি-এর পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রধান শিক্ষক বিকর্ণ দাস, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, মৎস্যজীবি উজ্জ্বল বিশ্বাস, ঘাটের মঝি জামাল উদ্দীন গাইন, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন