হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে এনসিটিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

কেশবপুরে এনসিটিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 71 ভিউজ

কেশবপুর(যশোর)প্রতিনিধি:

কেশবপুর উপজেলা এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স) এর কার্যনির্বাহী কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কেশবপুর পরিত্রাণ প্রশিক্ষন কেন্দ্রে এনসিটিএফ সভাপতি পিয়া দাস এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত।

সুইডিস ইন্টারন্যানাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডা’র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণের সহযোগীতায় এবং কেশবপুর উপজেলার এনসিটিএফ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার, করোনায় নিজ নিজ এলাকার অবস্থা ও সমসমায়িক বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ এবং সভা সঞ্চলনা করেন উপজেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক আশা দাস।

সভাপতি পিয়া দাস বলেন, শিশু অধিকার প্রতিটি শিশুর জন্মগত অধিকার আর এই অধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে কাজ করতে হবে। শিশু, অসুস্থ, দলিত অর্থাৎ জাতি, গোত্র, শ্রেণী বিভেদ ভুলে গিয়ে সকলকেই একই ছায়াতলে এনে এই অধিকার নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার তারেক হাসান রকি, উপজেলা ভলেনটিয়ার মিনা দাস ও এনসিটিএফ’র সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন