হোম ফিচার কেশবপুরে ইউপি নির্বাচন দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ১১ ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন , নৌকা -৪, বিদ্রোহী -৪, স্বতন্ত্র ২, এছাড়া ১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেশবপুর সদর ইউনিয়নের একটি ভোট কেন্দ্র ভোট কেটে নেয়ার অভিযোগে রির্টাাণিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ইউনিয়নের ভিতর নৌকা ৪, বিদ্রোহী -৪, স্বতন্ত্র ২।

অপরদিকে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে ভোট কেন্দ্রের পাশে সন্দেহজনক এক যুবক কে হাতুড়ি ও লোহার রডসহ আটক করে দায়িত্বরত পুলিশ। কেশবপুর সদর ইউনিয়নের নুতনমুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার ঘটনায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার নিখিল চঁন্দ্র দাশ ভোট গ্রহণ স্থগিত ঘোষনা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়নের ভিতর বেসরকারি ফলাফলে নৌকা প্রতিকে বিজয়ী হয়েছেন ৪ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ৪ জন ও স্বতন্ত্র (বিএনপি) ২ জন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচনে দায়িত্বরত উপজেলা প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কেশবপুর সদর ইউনিয়নে ফলাফল জানা যায়নি।

নির্বাচিতরা হলেন ত্রিমোহিনী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আনিসুর রহমান (আনারস), সাগরদাঁড়ি ইউনিয়নে কাজী মুস্তাফিজুল ইসলাম (চশমা),মজিদপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত হুমায়ুন কবীর পলাশ(আনারস), বিদ্যানন্দকাঠি ইউনিয়নে আমজাদ হোসেন (আনারস),মঙ্গরকোট ইউনিয়নে আব্দুল কাদের বিশ্বাস(নৌকা), পাঁজিয়া ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন (নৌকা), সুফলাকাঠি ইউনিয়নে এস এম মুনজুর রহমান (চশমা), গৌরৈীঘোনা ইউনিয়নে এস এম হাবিবুর রহমান(নৌকা),সাতবাড়িয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত গোলাম মোস্তফা বাবু (চশমা) ও হাসানপুর ইউনিয়নে তৌহিদুজ্জামান(নৌকা)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন