স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা বিরোধীদের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল এবং ত্রিমোহিনী মোড়ে সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমানের বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, শ্রমিক লীগের আহ্বায়ক মুনছুর আলী প্রমুখ।
