হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরে আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেনসহ ৩ ব্যক্তি ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিপার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়।

শাহাদাৎ হোসেন (৪৯) উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। আটক অপর দুই ব্যক্তি হলেন- বাজিতপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও মজিদপুর গ্রামের আকাশ দাস (১৯)।

থানা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার র‌্যাবের সদস্যরা ৬০ পিচ ইয়াবাসহ আটককৃতদের বৃহ¯পতিবার ভোরে থানায় দিয়ে যান। শাহাদাৎ হোসেনকে শহরের দলিল লেখক সমিতি কার্যালয় এলাকা থেকে আটক করে র‌্যাব।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, ইয়াবাসহ আটককৃত ওই ৩ ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বৃহ¯পতিবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন