কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল ইসলাম , সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী সহ অসুস্থ্য ৬ জন সাংবাদিকসহ অন্যান্য সদস্যদের পরিবার-পরিজনের সুস্থতা কামনা করে মঙ্গলবার সন্ধ্যায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী , কোষাধ্যক্ষ শামসুর রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবীর হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
s