হোম অন্যান্যসারাদেশ কেশবপুর প্রেসক্লাবে ক্যারম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেসক্লাবের সদস্যদের ভেতর ক্যারম বোর্ড টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার রাতে ওই ক্যারম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সভাপতি আজিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহীন প্রমুখ।

উদ্বোধনী খেলায় জয়দেব চক্রবর্ত্তী ও আব্দুল্লাহ আল ফুয়াদ জুটি ৩-০ ব্যবধানে শেখ শাহীন ও মাহবুবুর রহমান জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলায় রেফারি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শামসুর রহমান ও সদস্য নূরুল ইসলাম খান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন