নিজস্ব প্রতিনিধি কেশবপুর :
কেশবপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের খানপাড়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কটিতে পানি জমে যায় , এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক রাবেয়া ইকবাল সাংবাদিকদের জানান, সড়কটির জনগুরুত্বপূর্ণ হলেও সংস্কারের তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি । যার কারণে এইখান পাড়ার অধিকাংশ মানুষ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন । তিনি অবিলম্বে সড়কটি উন্নয়নে পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন।