হোম অন্যান্যসারাদেশ কেশবপুর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ব্রিফিং প্যারেড

কেশবপুর(যশোর) প্রতিনিধি :

আজ ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে যশোরের কেশবপুর পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ পৌরসভায় এটি চতুর্থ বারের মতো নির্বাচন হলেও ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে ৩ প্রার্থী লড়ছেন। তারা হলেন, বিএনপি মনোনীত আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ) ,আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র রফিকুল ইসলাম ( নৌকা) ও ইসলামী আন্দোলনের আব্দুল কাদের (হাতপাখা)।

এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ৭৫ জন। এর মধ্যে ১০ হাজার ২শ ৮ জন পুরুষ ও ১০ হাজার ৫শ ৬৭ জন মহিলা ভোটার।

কেশবপুর পৌরসভা সাধারণ নির্বাচন-২১ অবাধ, সুষ্ঠ, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সকল ভোটাররা যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে ২৭ ফেব্রয়ারী কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার/ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে সার্বিক আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, পিপিএম অতিঃ পুলিশ সুপার জেলা বিশেষ শাখা জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার খ সার্কেল জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার (সদর) মো. অপু সরোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‘‘নাভারণ’’ সার্কেল, জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ‘‘মনিরামপুর’’ সার্কেল সোয়েব আহমেদ খান, এবং কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন