হোম খুলনাযশোর কেশবপুর কুঠিবাড়ী মহাশশ্মানে নাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে অমলেন্দু দাস অপু’র শুভাগমন

কেশবপুর কুঠিবাড়ী মহাশশ্মানে নাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে অমলেন্দু দাস অপু’র শুভাগমন

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুর কুঠিবাড়ি সার্বজনীন মহাশশ্মানে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অমলেন্দু দাস অপু শুভাগমনে অভ্যর্থনা জানান কুঠিবাড়ি সার্বজনীন  মহাশশ্নান কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ মার্সচ-২৫) সন্ধ্যায় কুঠিবাড়ি মহাশ্মশানে এসে তিনি জাঁকজমকপূর্ণ শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তণ অনুষ্ঠান উপভোগ করেন এবং মহাশশ্মানটি পরিদর্শন পরিদর্শন করে আগত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, সোহেল হাসান আইদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিশ্বজিৎ চৌধুরী, সদস্য সচিব উৎপল দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসুসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, কুঠিবাড়ি সার্বজনীন মহাশশ্নান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মদন দেবনাথ, সাধারণ সম্পাদক বুলু সাহা, বীরমুক্তিযোদ্ধা অসিত ভদ্র, টিটো সাহা, গৌতম দত্তসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন