হোম খুলনাযশোর কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ, তিন পদে প্রার্থী -১৪

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ, তিন পদে প্রার্থী -১৪

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিতব্য কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের নিবার্চনে তিনটি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন চেয়ারম্যান পদে মোঃ মফিজুর রহমান (ঘোড়া), মুজাহিদুল ইসলাম পান্না(হেলিকপ্টার), আব্দুল্যা আল আহসান বাচ্চু( দোয়াত কলম),মাহবুবুর রহমান উজ্জ্বল ( মোটরসাইকেল), নাসিমা সাদেক(শালিক) এমদাদুল হক রিপন(আনারস) ও ওবায়দুর রহমান (জোড়া ফুল)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন রয়েছেন প্রার্থী। তারা হলেন আব্দুল লতিফ রানা (মাইক),পলাশ মল্লিক (উড়োজাহাজ) আব্দুল্যা আল মামুন (তালা),সুমন সাহা (চশমা), মনিরুল ইসলাম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন সাংবাদিক রাবেয়া ইকবাল (ফুটবল) ও মনিরা খাতুন (কলস) পদে লড়ছেন।

প্রতিক পেয়েই মাইকিং শুরু করেছেন প্রার্থীরা। বিকেলে চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান ঘোড়া প্রতিকে ভোট চেয়ে কেশবপুর শহরে গণসংযোগ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন