হোম আন্তর্জাতিক কেমন ছিল বাইডেন শাসনের দুই বছর

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দু’বছর পূর্ণ হয়েছে জো বাইডেনের। তার শাসনামলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো আছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে বিভিন্ন জরিপ বলছে, বাইডেন প্রশাসনের প্রথম দু’বছরে সফলতা ও ব্যর্থতা উভয়ই রয়েছে।

২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। দেখতে দেখতে দুই বছর পার করল বাইডেন প্রশাসন। জো বাইডেনের শাসনামলের প্রথম দুবছরে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভালো আছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি, মাদক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত ভালো।’

বাইডেন সরকারের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে কী কী পরিবর্তন হয়েছে, তা নিয়ে বিশ্লেষণধর্মী নানা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জরিপে বলা হচ্ছে, এই দু’বছর সফলতা ও ব্যর্থতা দুইয়ের মধ্য দিয়ে গেছে জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টি। বাইডেন দায়িত্ব নেয়ার পর করোনার সংক্রমণ ঠেকাতে ব্যাপকহারে টিকা দেয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভকে বিপুল সংখ্যক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে বাইডেন সরকার। বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে নানা দেশ ঘুরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে বাইডেনের আমলে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ, যা আনুমানিক ৩১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলার। দায়িত্ব নেয়ার সময় যার পরিমাণ ছিল ২৭ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। একইসঙ্গে দেশটিতে বেড়েছে বেকারত্বের হারও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন