হোম অন্যান্যসারাদেশ “কেউ আসুক আর না আসুক নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে” : আফম রুহুল হক এমপি

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি বলেছেন, যতই ষড়যন্ত্র হোক না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা আসলেও নির্বাচন হবে। না আসলেও নির্বাচন হবে। বর্তমান সরকারের আমলে আশাশুনিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বিএনপি জামায়াত সরকারের আমলে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিলো। সেটাতে আমরা ২৫ হাজারে উন্নতি করেছি। জামায়াত বিএনপি সরকারের আমলে কৃষকদের সার ও বিদ্যুতের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। এখন আর সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। বিদ্যুতের ফেরিওয়ালা বাড়ি এসে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে । শেখ হাসিনাকে সরাতে দেশী বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে ওই স্বাধীনতা বিরোধীরা। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো আরও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

বুধবার বিকাল ৪ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে হুইলচেয়ার, ভ্যান, ছাগল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি এসব কথা বলেন।

আলোচনা সভায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন আশাশুনি থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী, মোঃ নাজিমুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডল প্রমুখ।

আলোচনা শেষে ২২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, অসহায়দের মাঝে ২২ টি ভ্যান এবং ৮০ জনকে একটি করে ছাগল প্রদান করেন। পরে আশাশুনি হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন