হোম আন্তর্জাতিক কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার (৯ এপ্রিল) সকালে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট। অতি নাটকীয় কিছু না ঘটলে এ ভোটের মাধ্যমেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে।

প্রশ্ন হচ্ছে, এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন। ইমরান খানের বিদায়কে নিশ্চিত ধরে নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বিরোধী দলগুলো। বর্তমান বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে মনোনীতি করেছেন তারা।

এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। চলতি সপ্তাহেই দলের সুপারিশ অনুযায়ী বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেন ইমরান খান।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে বলেন, শনিবার অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে ইমরান খান যদি হেরে যান তাহলে এদিনই নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বিরোধীরা নতুন সরকার গঠনের সুযোগ পেলে শাহবাজ শরীফই হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। নতুন সরকারে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে বলেও জানানো হয়।

পাকিস্তানের পাঁচ বছর মেয়াদী সরকারের এরই মধ্যে প্রায় চার বছর হতে চলেছে, আর নতুন সরকারের মেয়াদ হতে পারে এক বছর। পাকিস্তানের বর্তমান ভঙ্গুর অর্থনীতি কীভাবে আবারও সচল করা যায় সেদিকেই নতুন সরকার জোর দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং রুপির দরপতন ঠেকানোর মতো অর্থনৈতিক নীতি এই সরকারের অগ্রাধিকার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর। এই সময়ের মধ্যেই সাধারণ নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারকে। সংবিধান অনুযায়ী, নিজ মেয়াদে নির্বাচনী সংস্কার ও গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষমতা রাখেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন