নিজস্ব প্রতিবেদক, কেশবপুর (যশোর) :
২ আক্টোবর জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য সচিব সিকদার সালাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, শেখ জাকির হোসেন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, কৃষকদল নেতা আবু হাসান, ইকবাল হোসেন,শেখ আফসার উদ্দিন, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।