হোম জাতীয় কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরলেন সেই পুলিশ সদস্য

কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরলেন সেই পুলিশ সদস্য

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নির্মম হামলায় গুরুতর আহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে চিকিৎসা শেষে কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

জানা যায় হয়, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে দায়িত্ব পালনকালে দলটির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন মো. আব্দুর রাজ্জাক। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন