হোম অন্যান্যসারাদেশ কুয়েট ভিসির পিএসের স্ত্রী’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কুয়েট ভিসির পিএসের স্ত্রী’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

খুলনা অফিস :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চাকুরির প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, কুয়েট ভিসির পিএস’র স্ত্রী দিলারা জাহান পায়েল (৩০)’এর বিরুদ্ধে।এ অভিযোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর তেলিগাতি মধ্যপাড়া এলাকায় ভিসি’র পিএস এস এম সাইফুল্লাহ পলাশের স্ত্রীকে, এলাকাবাসী আটকে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাকে আড়ংঘাটা থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রহরী (গার্ড) ক্ষতিগ্রস্ত মোঃ হোসেন শেখ জানান, রেলিগেট মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা দিলারা জাহান পায়েল তার স্বামীর মাধ্যমে কুয়েটে চাকুরি দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের চাকুরি না হওয়ায় ওই টাকা ফেরত চেয়ে দিলারা জাহানকে তারা আটক করে পুলিশে দিয়েছে।

ভিসি’র পিএস সাইফুল্লাহ পলাশ জানান, তার স্ত্রী দিলারা জাহান পায়েল মানসিকভাবে অসুস্থ। তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে একটি পক্ষ চাকুরি দেয়ার নামে টাকা লেনদেন করেছে। তবে এর সাথে তিনি নিজে জড়িত নন।

কুয়েট জনসংযোগ দপ্তরের সহকারি পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, এ ধরনের কোন অভিযোগ বিশ্ববিদ্যালয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রেজাউল করিম বলেন, উভয় পক্ষ মীমাংসার জন্য আলোচনা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জনতার হাত থেকে তাকে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি মীমাংসা করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন