হোম আন্তর্জাতিক কুয়ালালামপুর মহানগর যুবলীগের মিলনমেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ায় প্রায় দুই বছর বিরতির পর, স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়ালালামপুর মহানগর শাখার উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং আরব হায়দ্রাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যান্ত্রিকময় প্রবাস জীবনে নেতা কর্মীরা মিলিত হয় একে অপরের সঙ্গে। করোনার পরিস্থিতির কারণে দীর্ঘদিন পরে সীমিত আয়োজনে যুক্ত হতে পেরে নেতাকর্মীরা আনন্দ ও খোশগল্পে মেতে ওঠেন। এ যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয় পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়ালালামপুর মহানগর শাখার সভাপতি রিশাদ বিন আব্দুল্লাহ হৃদয় বলেন, মহামারি করোনায় মালয়েশিয়ায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন লকডাউন থাকায় দেশটি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। করোনা ভাইরাসে অনেক অনেক বাংলাদেশি মারাও গেছে। আমাদের অনেক সহযোদ্ধা, ভাই, বোন, আত্মীয় স্বজনকে হারিয়েছি। তবে দেশটির পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করেছে। জন্মভূমি বাংলাদেশসহ ও সারা বিশ্বে করোনা পরিস্থিতি যেন স্বাভাবিক হয় মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ বলেন, করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। এরই মধ্যে করোনার সামাজিক বিধিনিষেধ মেনে এমন আয়োজনে দলের নেতাকর্মীরা শ্বাস নিতে পেরেছিলেন। পাশাপাশি প্রবাসে বাংলাদেশীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ধৈর্য ও আন্তরিকভাবে যে কোনো সমস্যার মোকাবিলায় আমরা যেন সব সময় একে অপরের পাশাপাশি থাকতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন, কুয়ালামপুর মহানগর যুবলীগের সহসভাপতি তোফাজ্জল খান, আনোয়ার হোসেন, আনিসুর রহমান স্বপন, আল আমিন ডা. আবুল কালাম, মো. রমজান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকুব্বার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান জাকির, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আল মামুন, সহ সম্পাদক ফায়েজুল হক, জুনায়েদ হোসেন হৃদয় ও সদস্য লুৎফর রহমান।
পরে নৈশভোজে অংশগ্রহণের জন্যে সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন