জাতীয় ডেস্ক :
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জাকির হোসেন (২৬) নামে ওই যুবককে গ্রেফতার করে বুধবার (১৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ১১ নভেম্বর রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ সুযোগে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে জাকির হোসেন ওই গৃহবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কৌশলে ওই গৃহধূর ঘরে ঢুকে পড়েন জাকির হোসেন।
পরে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ সময় ওই তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। পরে বিষয়টি নিয়ে দফায় দফায় স্থানীয় নেতারা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এরপরই থানায় মামলা দায়ের করা হয়।
এরপর সোমবার রাতে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে এবং নির্যাতনের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে নেয়। পরে মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত জাকির হোসেনকে কড়িগ্রাম জেলহাজতে পাঠায় পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।