জাতীয় ডেস্ক :
ইভিএম-এ মক ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে ভোট দেয়ার পদ্ধতি দেখাতে এই মক ভোটের আয়োজন করা হয়।
কুমিল্লা নগরে সাতাশটি ওয়ার্ডে ১০৫ কেন্দ্রের ৬৪০ টি বুথে হবে ভোটগ্রহণ। সিটি নির্বাচন হবে শতভাগ ইভিএমে তাই সোমবার কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিংয়ের ব্যবস্থা করে নির্বাচন কমিশন।
জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে নিজের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে ভোটাররা দেখে নেন কীভাবে ইভিএমে ভোট দেবেন তারা। ভোটাররা বলেন, বাটনে ক্লিক করলে সঠিকভাবে ভোট হচ্ছে কিনা আমরা দেখে নিতে পারছি। ভোট দেয়া সোজা মনে হয়েছে।
পাশাপাশি প্রিজাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তারা জেনে নেন নিজেদের করণীয়। আঙুলের ছাপ না মিললেও প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে। তারা জানান, ভোটাররা কীভাবে সহজে ভোট দিতে পারবে, তার জন্যে আমরা এ ব্যবস্থা করেছি। অনেকের মনে সন্দেহ থাকতে পারে, ইভিএমে কিভাবে ভোট দিতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি।
এদিকে, প্রিজাইডিং অফিসারদের সঙ্গে শেষবারের মতো মতবিনিময়ে অংশ নেন দুজন নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, সংসদ সদস্য বাহার কমিশনের চিঠির পরেও কুমিল্লা ছাড়েননি, এতে সম্মান হারিয়েছেন তিনি নিজেই।
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ‘যিনি চিঠি পাওয়ার পরেও এলাকা ছাড়েন না। তার কি ইজ্জত বলে কিছু আছে! আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা উনাকে নির্দেশ দিয়েছি উনি চলে গেলে উনি ভালো করতেন। কিন্তু উনি গেলেন না। উনি ঠিক কাজ করেননি।’
এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং তা নির্বাচন-পরবর্তী সময়ে বজায় থাকবে বলে জানান তারা।