হোম খুলনাকুষ্টিয়া কুষ্টিয়ায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

পরেশ দেবনাথ:

কুষ্টিয়া জেলার জুগিয়া দাশপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী দাশ সম্প্রদায়ের সঙ্গে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী-২৫) জুগিয়া দাশপাড়ায় এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের “মাল্টি- স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)” প্রকল্পের আওতায় ওই শান্তি সংলাপ আয়োজন করা হয়।

সভায় দাশ সম্প্রদায়ের প্রায় ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা পুরুষ ও নারী মিলিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে অংশ নেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সেন-এর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদ এবং ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পিএফজি সমন্বয়কারী অধ্যাপক শফিকুল ইসলাম, পিস অ্যাম্বাসেডর অধ্যাপক মোঃ আব্দুল মান্নান বাদশা, মোঃ শরিফুজ্জামান, ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ, এস. এম. তানজিল আলম, গোলাম মওলা, বিএনপির ১৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জিল্লুর রহমান তুহিন, জামাত নেতা মোঃ রাজিন আহমেদ, মোঃ শরিফুল ইসলাম, জাসাস নেতা মোঃ মামুন আর রশীদসহ দাশ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

সভায় মূলত দাশ সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় অধিকার, বিশেষ করে মৃত্যু পরবর্তী সৎকার প্রক্রিয়ায় জাতিগত সীমাবদ্ধতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সম্প্রীতির চর্চা অব্যাহত রাখা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবিক অধিকার রক্ষা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং সামাজিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে দাশ সম্প্রদায় যেন মানবিক মূল্যবোধ থেকে একতাবদ্ধ হয়ে একে অপরের পাশে থাকতে পারে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পারে, সেদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি, একজন নাগরিক হিসেবে দাশ জনগোষ্ঠীর সব অধিকার যাতে নির্বিঘ্নে নিশ্চিত হয়, সে বিষয়ে সকলে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভার শেষ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণকারীরা দাশ সম্প্রদায়ের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এই মতবিনিময় সভা দাশ জনগোষ্ঠীর রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন