কিশোরগঞ্জ প্রতিনিধি :
কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের দুই ভাই জন্ম থেকেই শারীরিক ও বাক প্রতিবন্ধী। মোহাম্মদ শাহিন মিয়া (২২) ও মোহাম্মদ বায়েজিদ মিয়া (১৬)। তাদের শরীরে মাছি বসলে তাড়াতে পারে না। খিদে লাগলে কিছু বলতে পারে না। বিছানার মধ্যে করে প্রস্রাব- পায়খানা।
সংসারের একমাত্র উপার্জনক্ষম তাদের পিতা ৬ মাস আগে মারা যাওয়ায় তাদের ভরণপোষণের বর্তমানে খুবই সমস্যা হচ্ছে। তাদের বসবাসের ঘরটিও নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ সুবিধা না থাকায় প্রচন্ড গরমে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক বোন বিয়ের উপযুক্ত থাকলেও টাকার জন্য বিয়ে দেওয়া যাচ্ছেনা তাকে।
অসহায় প্রতিবন্ধী বায়েজিদ ও শাহিনের মায়ের পার্সোনাল বিকাশ একাউন্ট নাম্বারে আপনার সাধ্যমত সহায়তা করে মানব সেবায় এগিয়ে আসুন। যোগাযোগ ও বিকাশ নাম্বার- ০১৩২৩-৮২১২৫৪
