হোম অন্যান্যসারাদেশ “কুলিয়ারচরে বাড়ছে ইয়াবা বিক্রয়” মাদক প্রতিরোধ করতে গিয়ে মাদক সেবিদের হাতে আহত ৩ জন

“কুলিয়ারচরে বাড়ছে ইয়াবা বিক্রয়” মাদক প্রতিরোধ করতে গিয়ে মাদক সেবিদের হাতে আহত ৩ জন

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

দিন দিন কুলিয়ারচরে বাড়ছে মাদক সেবন ও বিক্রি। বিশেষ করে ইয়াবা ছেয়ে গেছে সমগ্র কুলিয়ারচর। মাদক নির্মুলে থানা পুলিশের ভূমীকা থাকলেও তা অপ্রতুল বলে মনে করছেন কুলিয়ারচরবাসী। এলাকার মানুষ মাদক নির্মুলে প্রতিবাদ করতে গিয়ে মাদক সেবিদের হাতে মার খাচ্ছে। গত ২৬ আগষ্ট বুধবার রাতে ইয়াবা ট্যাবলেট বিক্রি নিয়ে তর্ক হয় তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমির (৩০) এর সাথে মাদক কারবারীদের।

পরদিন বৃহস্পতিবার দুপুরে লায়েছ মেম্বারের ভাতিজা জুয়েল ও তার লোকজন আমির মিয়ার ঘরে প্রবেশ করে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আমির মাদক কারবারীদের হাতে রক্তাক্ত জখম হয়। মাদক কারবারীদের হাত থেকে আমিরকে রক্ষা করতে গেলে আমিরের মা অনুফা বেগম (৫৫) ও গৃহবধূ তাছলিমা (২৫) আহত হয়। পরে স্থানীয়রা আমির ও তাছলিমাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করে।

আহত আমির বলেন, বাবা বড়ি খেয়ে ওরা এক মহিলার সাথে বাজে ব্যাবহার করে। আমি বাঁধা দিতে গেলে তাদের সাথে আমার বাক বিতন্ডার ঘটনা ঘটে। তার জের ধরে মেম্বার লায়েছ মিয়ার নেতৃত্বে রতন, জুয়েল, হুমায়ূন, ইকবাল, উজ্জল, রবিন আমার বাড়িতে হামলা করে আমাকে ও আমার পরিবারের অনান্য সদস্যদের আহত করে। এ ব্যাপারে লায়েছ মেম্বার বলেন, বুধবার রাতে আমার ভাতিজা জুয়েলকে ওরা মারধর করে খালে ফেলে দেয়। আমাদের আখ ক্ষেতের ক্ষয় ক্ষতিও করে ওরা। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিতে গেলে স্থানীয়দের পরামর্শে মীমাংসা করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন