কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ ২১ মে শুক্রবার দুপুর আড়াইটায় ফিলিস্তিনে পবিত্র আল- আকসা মসজিদ ও মুসলিমদের উপর দখলদার ইহুদীবাদী ইসরাইলির বর্বরোচিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত উক্ত মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন। মানবতার আয়না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মেজর (অ.ব) নূরুল ইসলাম, সমাজ সেবক সাইফুল ইসলাম, নাসির উদ্দিন হেলিম, মানবতার আয়না ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, লক্ষীপুর বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওঃ ইমরান হোসেন, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কোরআন শিক্ষক মাওঃ জাফর আহমেদ বাদশা প্রমুখ। এরপর ফিলিস্তিনি সহ বিশ্বের সকল মুসলমানের মঙ্গল কামনায় দোয়া করা হয়।