পৌর নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে সামাজিক মাধ্যম সহ পোষ্টার- ব্যানারে শুভেচ্ছা আর অভিনন্দন বিনিময়ের মাধ্যমে। পৌর মেয়র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত ঠিক তেমন কোন প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পরছেনা কুলিয়ারচরে। বলা চলে, পৌর মেয়রের প্রার্থীতার পদটি এখনো ঝিমিয়ে আছে। তবে কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রায় ২৫ জন প্রার্থী প্রচার- প্রচারণা চালিয়ে নির্বাচনী মাঠ রেখেছেন স্বরব।
প্রার্থীরা বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ঘুরে ঘুরে নানা শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময়, দোয়া ও সহযোগিতা কামনা করে যাচ্ছেন। এ ছাড়া উঠান বৈঠক, গণসংযোগও করে যাচ্ছেন তারা।
ইতোমধ্যে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনগণের মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সপ্তাহিক অগ্রযাত্রার সাংবাদিক ফারজানা আক্তার দিন- রাত করে যাচ্ছেন প্রচার-প্রচারণা।
তিনি বলেন, একজন সাংবাদিক ও একজন মানবাধিকার কর্মী হিসেবে জনগন যে ভাবে সঠিক তথ্য দিয়ে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন সেভাবেই একজন জন- প্রতিনিধি প্রার্থী হিসেবে আমার পাশে থেকে তারা সহযোগিতা করে যাবেন বলে আমার দৃড় বিশ্বাস। আমি জনতার সেবক হয়ে সব সময় সাধারন জনগনের পাশে থাকতে চাই। জনগনও যেন আমাকে পাশে রাখেন সেই প্রত্যাশাও রাখছি।