হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিজয়ী

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে কুলিয়ারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম বারের মত ইভিএম পদ্বতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে কুলিয়ারচর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত সৈয়দ হাসান সারওয়ার মহসিন (নৌকা) ১৩২৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র মনোনিত প্রার্থী নূরুল মিল্লাত (ধানের শীষ) পেয়েছেন ৪২২৬ ভোট। সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (গাজর), ২ নং ওয়ার্ডে মাউলানা হুমায়ূন কবির নূরী (উট পাখি), ৩ নং ওয়ার্ডে নব কুমার দাস (পাঞ্জাবী), ৪ নং ওয়ার্ডে সেলিম কারী (পানির বোতল), ৫ নং ওয়ার্ডে শিশু মিয়া (ব্রীজ), ৬ নং ওয়ার্ডে নূর আলম (পাঞ্জাবী), ৭ নং ওয়ার্ডে জামাল মিয়া (পাঞ্জাবী), ৮ নং ওয়ার্ডে লুৎফর রহমান ফরিদ (গাজর), ৯ নং ওয়ার্ডে সৈয়দ কানন (পানির বোতল) ও সংরক্ষিত মহিলা (১, ২, ৩) আসনে কৃষ্ণা রাণী দাস (জবা ফুল), (৪, ৫, ৬) আসনে ইয়াসমিন আক্তার (আনারস), (৭, ৮, ৯) আসনে মোছাঃ ইভা বেগম (চশমা) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন