হোম জাতীয় কুমিল্লায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৪

জাতীয় ডেস্ক :

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০) ও তার মেয়ে মুনতাহা (২), একই উপজেলার বাগমারা এলাকার আবু ইউসুফের মেয়ে রাজিয়া আক্তার (৪০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা এলাকার বাবুলের ছেলে মো. হাবীব (২৮)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা বরুড়া উপজেলার জলগাঁও এলাকা থেকে কবিরাজ দেখিয়ে সোমবার দুপুর ১২টার দিকে অটোরিকশায় করে ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন