হোম জাতীয় কুমিল্লার প্রথম নগরমাতা তাহসীন

কুমিল্লার প্রথম নগরমাতা তাহসীন

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

জাতীয় ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচী।

মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, ডা. তাহসীন বাহার সূচী বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এছাড়াও ঘোড়া প্রতীকে নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশনে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫। ভোটের প্রদানের হার ৩৮ দরমি ৮২ শতাংশ।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ১০৫টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন