হোম খুলনাসাতক্ষীরা কুমিরায় সরকারি গাছ কাটার সময় আটক -১, ভ্রাম্যমান আাদালতে মামলা

কুমিরায় সরকারি গাছ কাটার সময় আটক -১, ভ্রাম্যমান আাদালতে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
মোঃ শাহিনুর রহমান শাহিন:
সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে সরকারী রাস্তা থেকে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের শিশু গাছ কাটার সময় খবর পেয়ে পুলিশ গাছের ব্যাপারী মোঃ হালিম সরদারকে আটক করে। এ সময় তাকে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি  আব্দুল্লাহ আল আমিন ভ্রাম্যমান আদালতে  সরকারী গাছ কেনার অভিযোগে আটক করে কোর্টে প্রেরণ করে। অন্য দিকে সরকারী গাছ বিক্রয়ের অভিযোগে বকশিযা গ্রামের মকবুল মোড়রের পুত্র আব্দুল হালিম মোড়লের বিরুদ্ধে  নিযমিত মামলা দায়েরসহ গাছ কাটার সরমজাম জব্দ করা হয়।
এ দিকে সরকারী রাস্তার উপর থেকে গাছ কাটার বিষয়ে বিক্রেতা বলেন কুমিরার সাবেক চেয়ারম্যান মোস্তফা কাটতে বলেছে।
তবে এ বিষয়ে কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফার নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকেদের জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমার নাম ভাঙ্গিয়ে এগুলো করছে। তবে তারা অন্যায় করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা  গ্রহন করা উচিৎ।
এ সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ভূমি সহকারী কর্মকর্তা তারক বাবু, সার্ভেয়ার অলল কান্তিসহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন