নিজস্ব প্রতিনিধি :
শহরের কুখরালীতে আব্দুর রহিম গংদের বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভুক্তভোগী জমির মালিক সুজাদ্দীন সরদার দিশেহারা।
জানা গেছে, কুখরালী (টাবরাডাংগী) গ্রামের মৃত. খাতের সরদার এর ছেলে সুজাদ্দীন সরদার কোবলা দলিল মূলে ১৩ শতক জমির মালিক। ওই জমি ১৩ শতকের পরিবর্তে হাল জরিপে সুজাদ্দীনের নামে ভূলবশতঃ ৫ শতক রেকর্ড হয়। আর বাকি ৫ শতক জমি আব্দুর রহিম গংদের নামে রেকর্ড হয়। পরবর্তীতে সুজাদ্দীন জানতে পেরে হাল জরিপ রেকর্ড সংশোধনের জন্য একটি মামলা করেছিল। তবে আব্দুর রহিম গংরা ওই জমি দখলে নিতে বিভিন্ন সময় পায়তারা করিতে থাকে।
অতঃপর ১৩ ডিসেম্বর ২০২১ ইংরেজি তারিখ সোমবার সকাল আনুঃ ১০ টার দিকে ওই জমি আব্দুর রহিম গংরা দখল করতে উদ্যত হয়। এরপরে স্থানীয় শালিসের মাধ্যমে কোনো প্রতিকার না পেয়ে সুজাদ্দীন ২৬ ডিসেম্বর ২০২১ ইংরেজি তারিখে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- ১২৯৩/২১ (সাত:)। ওই মামলাটি শুনানীঅন্তে বিচারক ২৭ ডিসেম্বর ২০২১ ইংরেজি তারিখে ১৮১৪ নম্বর স্মারকে সদর সহকারী কমিশনার (ভূমি) কে ০৯/০৩/২০২২ ইংরেজি তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর ২০২১ ইংরেজি তারিখ সোমবার সকালে কুখরালী গ্রামের মোঃ আকবর আলীর ছেলে মোঃ আব্দুর রহিম, জমাতদার দালালের ছেলে কাওসার আলী দালাল ও পুটে সরদার এর ছেলে অহেদ আলী সরদার জোরপূর্বক সুজাদ্দীনের কোবলা দলিল সুত্রে প্রাপ্ত ৫ শতক জমি দখল করতে উদ্যত হয়। সুজাদ্দীন বাঁধা দিলে তাকেও মারপিট করতে উদ্যত হয়।
আরও জানা গেছে, কুখরালী এলাকার মৃত. আয়েন সরদার এর ছেলে মোঃ খাতের সরদার কোবলা দলিলমূলে সুজাদ্দীন এর কাছে রামদেবপুর মৌজার ২৫৬২ খতিয়ানের ২২০৪ দাগের ৮ শতক জমি বিক্রয় করেন। যার নং-৫৩২৮, তাং-২৬/০৭/১৯৭৬। এছাড়াও দহাকুলা গ্রামের মৃত. গহর মোল্লার স্ত্রী মোছাঃ আদুরী বিবি পৈত্রিকসূত্রে প্রাপ্ত ২২০৪ দাগের আড়াই শতক জমি কোবলা দলিলমূলে সুজাদ্দীন এর কাছে বিক্রয় করেন (যার নং-৯৬৯৭, তাং-৩১/১২/১৯৮৬) এবং কাশেমপু গ্রামের মোঃ ইমান আলী সরদারের স্ত্রী মোছাঃ বিবিজান বিবি ২২০৪ দাগের আড়াই শতক জমি কোবলা দলিলমূলে সুজাদ্দীন এর কাছে বিক্রয় করেন। যার দলিল নং-৭৬০৭, তাং-১০/০৮/১৯৮৬। ওই তিনজনের কাছ থেকে কোবলাসূত্রে প্রাপ্ত ১৩ শতক জমির মালিক সুজাদ্দীন। ওই জমি বর্তমানে রামদেবপুর মৌজার ২৫৬২ খতিয়ানের ৩৬৩৭ দাগে অন্তর্ভুক্ত।