হোম আন্তর্জাতিক কিয়েভে তেলের ডিপোতে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

অভিযানের ২২তম দিন বৃহস্পতিবারও (১৭ মার্চ) ভোরের আলো না ফুটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি তেলের ডিপোতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১০ হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রাশিয়ার মুহুর্মুহু বোমা হামলায় শহরটির একটি বিশাল মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় এক দমকলকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। খারকিভের মেরেফা এলাকার একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রেও এদিন রুশ বাহিনীর গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে গোলা বর্ষণে রাজধানী কিয়েভের আকাশও ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এর একদিন আগেই মারিউপোলের থিয়েটার হলে বোমা হামলা চালায় রুশ বাহিনী। এমনকি রুশ হামলায় এখন পর্যন্ত শহরটির ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংসসহ অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে নগর কর্তৃপক্ষ। তবে বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়ে মস্কো বলছে, কিয়েভের এমন অভিযোগের কোনো সত্যতা নেই। মারিউপোলে কোনো বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া হামলা চালায়নি।

এদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে রাশিয়া সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ মার্চ) এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এর মধ্যেই আবারও পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় এ আহ্বানে সাড়া দিতে নারাজ পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন মতে, ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা মানেই এখন রাশিয়ার বিরুদ্ধে গিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া। ন্যাটো কখনোই তা চায় না। তবে ইউক্রেনে মানবিক সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।

এদিকে ইউক্রেনে রুশ হামলাকে অমানবিক আখ্যা দিয়ে শিগগিরিই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ আরও থেকে বলা হয়, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন