জাতীয় ডেস্ক :
পিরোজপুরের কাউখালীতে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক যুবককে গ্রেফতার করা হয়।
বুধবার (১২ অক্টোবর) রাতে পিরোজপুরের কাউখালীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মো. সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইদুল উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের সরোয়ার খলিফার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করে চাকরির অপেক্ষায় রয়েছেন।
পুলিশ জানায়, ওই যুবক গত ৭-৮ মাস আগে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামের ওই কিশোরীকে বিয়ে করেন। পারিবারিকভাবে বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের কয়েকদিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কয়েক দিন পর বিভিন্ন নামে ফেসবুক আইডি দিয়ে ওই যুবক তাদের দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তের কিছু নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে ওই কিশোরীর মা বুধবার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার কাছে অভিযোগ করেন। ওই দিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত সাইদুল ইসলামকে আটক করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, যুবকের বিরুদ্ধে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। সে অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।