হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ জন,আহত ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও মহা-সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

আজ ৬ নভেম্বর (রবিবার) সকাল ৮ ঘটিকায় ভৈরব থেকে কিশোরগঞ্জ গামী সৌখিন পরিবহন বাস ও কিশোরগঞ্জ থেকে ভৈরব গামী একটি সিএনজির (অটো রিক্সার) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার রইচ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম(৬৫) ও একই এলাকার মৃত জামালের ছেলে রিফাত(২৬)। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়। আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল ও ভৈরব চন্ডিবের হাসপাতালে প্রেরন করেন। পরে ঘটনাস্থলে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়। এরপর মরদেহ ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া সিএনজি (অটোরিক্সা এ দুর্ঘটনার জন্য দায়ী। সড়কে ছোট ছোট যানবাহন গুলো বেপরোয়া ভাবে চলাচল করে। দেশে আইন আছে, কিন্তু এর যথাযথ প্রয়োগ নেই।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহতের খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন