হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও গুরুতর আহত ১ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছোট ছয়সূতী ঈদগাহ সংলগ্ন স্থানে আজ ২৭ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। ঘটনায় আরও ১ জনকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তী করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে আগত তাড়াইলের একটি বাস বিপরীত দিক থেকে আগত একটি ব্যাটারী চালিত অটো সিএনজিকে চাপা দিলে অটো সিএনজি থেকে ছিঁটকে পড়ে চালক সহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়।

অপর দুই জনকে স্থানীয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়। বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহত ৩ জনের মধ্যে ১ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বাকী ৩ জনের পরিচয় জানা যায়নি। নিহত এক জন ভৈরব চান্দের চর গ্রামের দিদার বক্সের ছেলে মতিয়ার রহমান (৫৫) বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন