হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের মূর‌্যাল ভাংচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি :

রাতের আঁধারে কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মূর‌্যাল ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

২৯ জুলাই বৃহস্পতিবার কিশোরগঞ্জের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাদির মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কিছু দুষ্কৃতিকারী জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলামের নামফলক এবং মূর‍্যালটির ২/১টি জায়গার ক্ষতিসাধন করেছে।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, কে বা কারা সৈয়দ আশরাফুল ইসলামের মূর‍্যালটিতে আঘাত করার চেষ্টা করেছে এবং কিছু অংশ ভাংচুর করেছে। এটি খুবি ন্যাক্কারজনক একটি ঘটনা। এ ঘটনায় আইনি যে প্রক্রিয়া তা নেয়া হচ্ছে। কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সৈয়দ আশরাফুল ইসলামের মূর‍্যালটি নির্মিত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন