কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে র্যাব- ১৪, সিপিসি- ২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে মোঃ হুমায়ূন কবির ওরফে ইমন, (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য আটক হয়।
আজ বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহরচর বাজার এলাকায় এক অভিযান, চালিয়ে তাকে আটক করা হয়।
হুমায়ূন কবির, ওরফে ইমন ময়মনসিংহ জেলার নান্দাইলের মৃত দেলোয়ার হোসেন হাদীসের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর বিপুল পরিমাণ লিফলেট, কাগজ- পত্র সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লে. কমান্ডার এম শোভন খান, বিএন সাংবাদিকদের জানান, র্যাব- ১৪, সিপিসি- ২, কিশোরগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩/৪ জন সক্রিয় সদস্য কিশোরগঞ্জ সদর, উপজেলার সাদুল্লাহরচর বাজার এলাকায় দাওয়াতি কার্যক্রম ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে।
অভিযানের সময় তার সাথে থাকা অনান্য সদস্যরা পালিয়ে যায়।
ঘটনায় আটক মোঃ হুমায়ূন কবির ওরফে ইমন, এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
s
