হোম জাতীয় কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ২

জাতীয় ডেস্ক:

মাদারীপুরে রাজৈর উপজেলায় শাহীন শেখের (১৬) নামের কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন শাখারপাড়ার হযরত শেখের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। অভিযুক্ত রাব্বি মোল্লা (১৪) একই এলাকার ওমান প্রবাসী কবির মোল্লার ছেলে।

স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে শাহীন বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এসময় একই এলাকার রাব্বি মোল্লা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে শাহীনকে আহত করে। ঘটনার সময় শাহীনের সঙ্গে রাব্বির কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। রাব্বি বাড়িতে গিয়ে তার চাচা বাবুল মোল্লাকে বিষয়টি বলে। কিছুক্ষণ পরে বাবুল লোকজন নিয়ে কিশোর শাহীনের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাহীনের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা করে সড়কে ফেলে রেখে যায় তারা। পরে শাহীনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় শাহীন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত শাহীনের মা তাজলিমা বেগম বলেন, ছোট ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে ওরা। আমি এ ঘটনার বিচার চাই।

নিহতের ভাই কালু বলেন, আমার ভাইকে ৮-১০ জন লোক একত্রে জড়ো হয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই। অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

প্রতিবেশী জেয়ামিন বেগম বলেন, এ হত্যার কঠিন বিচার চাই। এমন ঘটনা ভবিষ্যতে যেন করতে না পারে, এমন বিচার চাই।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এটিও একটি হত্যাকাণ্ড। পরিবার থেকে যদি লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত রাব্বি ও তার সহযোগী নিশাদকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন