হোম অন্যান্যসারাদেশ কা‌লিগ‌ঞ্জে দ‌ক্ষিণশ্রীপুরে ভ্যান চালক‌দের মা‌ঝে জীবাণূনাশক বিতরণ

কা‌লিগ‌ঞ্জে দ‌ক্ষিণশ্রীপুরে ভ্যান চালক‌দের মা‌ঝে জীবাণূনাশক বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 142 ভিউজ

জাহাঙ্গীর আলম কালিগঞ্জ প্রতিনিধি :

কা‌লিগ‌ঞ্জের দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়‌নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৪৫ জন ভ্যানচালকের মা‌ঝে জীবাণূনাশক স্প্রে ও হ্যান্ড স্যা‌নিটাইজার বিতরণ করা হ‌য়ে‌ছে। দি-হাঙ্গার প্র‌জেক্ট বাংলাদেশ এর সা‌র্বিক সহ‌যো‌গিতায় ইউ‌নিয়ন কো-অর্ডি‌নেটর আ‌নিছুর রহমানের প‌রিচালনায় ২৭শে জুন শ‌নিবার সকাল ১০ ঘ‌টিকায় দ‌ক্ষিণ শ্রীপুর নিত্য বাজার, বাশতলা নিত্য বাজারসহ বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে এসব উপকরণ বিতরণ ক‌রেন দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়ন ইয়ূথ গ্রুপ।এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার,দি হাঙ্গার প্র‌জে‌ক্টের কো-অ‌র্ডি‌নেটর আ‌নিছুর রহমান, টিম লিডার রবিউল ইসলাম, গ্রাম আদালত সহকারী নূর হো‌সেন , র‌ফিকুল ইসলাম, বাবলা , শ‌ফিকুল ইসলাম, আতাউর রহমান, গ্রাম পু‌লিশ সহ আরও অ‌নে‌কে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন