হোম বিনোদন কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন মেহজাবীন

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন মেহজাবীন

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

বিনোদন ডেস্ক:

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ভেলভেট শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে এই উৎসবে হাজির হয়েছেন তিনি। তার সঙ্গে আছেন পরিচালক শঙ্খ দাসগুপ্ত আর দুই প্রযোজক আদনান আল রাজীব ও মো. হাবিবুর রহমান তারেক। তারাও হেঁটেছেন লালগালিচায়।

মিসরের কায়রো শহরের কায়রো অপেরা হাউসে শুক্রবার (১৫ নভেম্বর) ‘প্রিয় মালতী’র বিশ্ব প্রিমিয়ার হয়েছে। এতে অংশ নিয়ে দর্শকদের সামনে নিজেদের অনুভূতি জানিয়েছেন মেহজাবীন ও শঙ্খ দাসগুপ্ত। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের ছবিটি।

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘প্রিয় মালতী’ টিমের বিভিন্ন মুহূর্ত শেয়ার করা হয়েছে। এছাড়া মেহজাবীন, শঙ্খ দাসগুপ্ত, আদনান আল রাজীব ও মো. হাবিবুর রহমান তারেক নিজেদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন।

আফ্রিকা ও আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে কায়রো অন্যতম। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের পর্দা উঠেছে গত ১৩ নভেম্বর। উৎসবটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন শঙ্খ দাসগুপ্ত। তিনি জানিয়েছেন, কায়রোতে ‘প্রিয় মালতী’র চারটি প্রদর্শনী রয়েছে। এরমধ্যে দুটিতে থাকবেন উৎসবে আসা দর্শকরা। এছাড়া সাংবাদিক ও বিচারকদের জন্য ১টি করে প্রদর্শনী হবে। প্রতিটিতে অংশ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে ‘প্রিয় মালতী’ টিম।

‘প্রিয় মালতী’র ইংরেজি নাম রাখা হয়েছে ‘হুইসপারস অব অ্যা থার্স্টি রিভার’। গল্প লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন আবু সাইদ রানা। ২০২৩ সালের মাঝামাঝি ছবিটি কাজ শুরু হয়।

শঙ্খ দাসগুপ্ত বলেন, যাপিত জীবনের গল্প আছে এই সিনেমায়। ফলে দর্শকরা সহজেই সম্পৃক্ত হতে পারবেন। আমার দর্শনের অনেক কিছুই প্রতিফলিত হয়েছে গল্পে। তাছাড়া এতে অন্যরকম রাজনীতির প্রসঙ্গ আছে। আমি বিশ্বাস করি, রাজনীতির বাইরে নয় আর্ট।

‘প্রিয় মালতী’তে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ছবি কায়রো উৎসবে নির্বাচিত হওয়া অনেক বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। তার কথায়, ‘গল্পে অন্যরকম একটি প্লট থাকায় এই সিনেমায় কাজ করেছি। তাছাড়া ইউনিট খুবই দারুণ ছিলো। আশা করি, সিনেমাটি দর্শকেদর ভাবাবে।’

মেহজাবীন ছাড়াও ‘প্রিয় মালতী’তে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড।

ছোট পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সিনেমায় নাম লিখিয়েই একের পর এক আন্তর্জাতিক উৎসবে যাচ্ছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। এর আগে প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে টরন্টো ও বুসান ঘুরেছেন তিনি। এবার ইন্দোনেশিয়ার অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেস্টিভ্যালে ও সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন