আন্তর্জাতিক ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দু’দফায় হামলায় পাঁচজন নিহত হয়েছেন। একই এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দফায় হামলায় উত্তেজনা বিরাজ করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় তিনটি বাড়িতে হামলায় চারজন নিহত ও অন্তত নয়জন আহত হন। সোমবার (২ জানুয়ারি) একই বাড়ির কাছে বিস্ফোরণে এক শিশু নিহত ও আরও চারজন আহত হন।
তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রোববারের হামলার পর রাজৌরির মানুষ বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসনিক প্রধান মনোজ সিনহা রাজৌরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, হামলার পেছনে যারাই থাকুক তাদের ছাড় দেয়া হবে না।
এর আগে গত ১৬ ডিসেম্বর রাজৌরির সেনা ক্যাম্পের বাইরে হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।