হোম রাজনীতি কালো টাকা ওনার আছে : কামারুল আরেফিন

কালো টাকা ওনার আছে : কামারুল আরেফিন

কর্তৃক Editor
০ মন্তব্য 151 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশে বলেছেন, ‘কালো টাকা আমার নাই, কালো টাকা ১৫ বছর ধরে ওনার আছে। নির্বাচনের আগে আমার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কামারুল আরেফিনকে সংবর্ধনা দেওয়া হয় ।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে উন্নয়ন করতে হবে। কারণ উন্নয়নবিমুখ একজন এমপির বিরুদ্ধে জনগণ আমাকে মনোনীত করেছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যতটুকু সম্ভব আমি ততটুকু করব।

তিনি আরও বলেন, আমাকে নির্বাচিত করায় আমি ভেড়ামারাবাসীর প্রতি কৃতজ্ঞ। এ এলাকার উন্নয়নে কাজ করে যাব। প্রবাসীদের ট্রেনিংয়ের জন্য একটি প্রতিষ্ঠান করা হবে যাতে তারা দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেতে পারেন।

সভায় আরও বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু , মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম সানা, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ হোসেন পলি প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভেড়ামারা উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা এবং ভেড়ামারা উপজেলার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন