নিজস্ব প্রতিনিধি :
মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রহমানের নির্দেশে ১০ বোতল ফেনসিডিলসহ মোতালেব হোসেন ওরফে খোকন কে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) রাত ৯টার সময় থানার উপ পরিদর্শক নকিব পান্নু সঙ্গীও ফোর্স নিয়ে কালিগঞ্জ থানা সড়কের এম, এম প্লাজার নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোতালেব হোসেন খোকন (৩৫) উপজেলার বাজার গ্রামের জিন্নাত আলী সরদারের পুত্র। উক্ত ঘটনায় থানার এসআই নকিব পানু বাদী হয়ে মঙ্গলবার মাদক আইনে থানায় একটি আমলা দায়ের করেছে।
মামলা নং ১১। আটককৃত মাদক কারবারি মোতালেব দীর্ঘদিন ধরে সে, তার পুত্র এবং পরিবার মিলে এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে আসছিল।
এর আগেও একাধিকবার সে ফেনসিডিল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা আছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান মাদক জুয়ার ব্যাপারে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান। আটককৃত মাদক কারবারিকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।