কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায সরকারি সেবাদানকারী কর্মকর্তাগণের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্তবায়নে সরকারি নীতি নির্দেশনা ও মনিটরিং সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ রিয়াল ১৫ ও ১৬ সেপ্টেম্বর দু’দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর অক্ষয় কুমার, সরকার কালিগঞ্জ অগ্রগতি সংস্থার কালিগঞ্জ সমন্বয়কারী আব্দুস সালাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, সামাজিক উদ্যোগ ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
