হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সুমন সভাপতি ও তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত

কালীগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সুমন সভাপতি ও তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ( ৮৫০) দ্বি- বার্ষিক নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস ও থানার অফিসার ইন চার্জ মোঃ শাহিন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটগ্রহণ চলাকালীন সময়ে পুলিশ সদস্যরা তদারকের দায়িত্ব পালন করেন ।

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম এবং তার সহযোগী হিসেবে উত্তর কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং মহিত হোসেন দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ভাড়া সিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম ছাড়াও সাতক্ষীরা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল করিম সাবু কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুবলীগের সভাপতি নাজমুল আহসান সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে সুমন হোসেন ছাতা প্রতীকে ৯৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মনিরুল ইসলাম চেয়ার প্রতীকে ৮৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছে । সাধারণ সম্পাদক পদে পুনরায় আবু তাহের মোটরসাইকেল প্রতীকে ১৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ৪২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে ।
গত শনিবার (২৪ ফেব্রুয়ার) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ১৭ টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী সরাসরি ভোট যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়। ২২৪৬ জন ভোটারের মধ্যে ১৮৮৫ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করে এর মধ্যে ৫৫ ভোট বাতিল হয়। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি পদে মাহাতাব বট গাছ প্রতীকে ৮৮৯ ভোট এবং কবিরুল ইসলাম দেওয়াল ঘড়ি ৫৭৩ ভোট পেয়ে ২ জন নির্বাচিত হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন বাঘ প্রতীকে ৪৪৩ ভোট এবং নুরুল ইসলাম মাছ পতিকে ৪৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছে ।

যুগ্ম সম্পাদক পদে শাহিনুর রহমান মোরগ প্রতিকে ১০৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম ৪৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে । সহ -যুগ্ন সম্পাদক পদে হাফিজুল ইসলাম মোমবাতি প্রতীকে ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন সূর্যমুখী ফুল প্রতীকে ৫৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে জহুরুল ইসলাম ফুটবল প্রতীকে ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাতাব টিউব ওয়েল প্রতীকে ৭৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে শাহাবুদ্দিন রহমান টেলিফোন প্রতীকে ৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী হাতি প্রতীকে ৬৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে । কোষাধাক্ষ পদে আব্দুস সালাম মই প্রতীকে ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান উড়োজাহাজ প্রতীকে ৪৬৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে । অফিস সম্পাদক পদে সাইফুল ইসলাম কলস প্রতীকে ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাউদ আলী বই প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শহিদুল ইসলাম হাস প্রতীকে ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিক গাজী ব্যাট বল প্রতীকে ৭৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছ। সমাজকল্যাণ সম্পাদক পদে আজমির হোসেন ঘোড়া প্রতীকে ৮২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলু গাজি তালা প্রতীকে ৫৭৮ ভোট পেয়ে পরাজিত হয়েছ। প্রচার সম্পাদক পদে শেখ ফরিদ কলস প্রতিকে ১০৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান মাইক প্রতিকে ৩৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছ।

সড়ক সম্পাদক পদে শেখ আকরাম হোসেন গরুর গাড়ি প্রতীকে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আপেল প্রতীকে ৪০৯ ভোট পরাজিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে এর মধ্যে ৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছে।নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলো শেখ আকরাম হোসেন ভ্যান প্রতীকে ৬০৫ ভোট, আব্দুল হামিদ ডাব প্রতীকে ৫৯৯ ভোট, এবং জাহিদ হাসান রজনীগন্ধা পতিকে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬ টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ভাবে রাত ২ টার সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কুতুব উদ্দিন মোহাম্মদ জাফরুল্লাহ ইব্রাহিম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন