কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের আবুল গাজীর পুত্র এক ফেরীওয়ালা কেনা গাজী (৪০), ধর্ষন চেষ্টার অভিযোগে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এব্যাপারে কালীগঞ্জ থানায় ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করার অপরাধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ০১ আগষ্ট সকাল সাড়ে ১১টায় ফেরীওয়ালা লম্পট কেনা গাজী উপজেলার মহিষকুড় গ্রামে এক বাড়ীয় যায়। সেখানে বাড়ীর বয়স্ক ব্যক্তিরা না থাকায় ফেরীওয়ালা কৌশলে তৃতীয় শ্রেনীর এক নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশ্ববর্তী এক ঘেরের ঘরে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করলে তার গোঙ্গানীর শব্দ শুনে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধারের জন্য ঘেরের বাসায় এগিয়ে আসলে লম্পট ফেরীওয়ালা পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এস.আই হাসানুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রেপ্তার করে লম্পট ফেরীওয়ালাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে কালীগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় হুইসকি সহ এক ব্যক্তিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কালীগঞ্জ থানার এস.আই সেলিম রেজা, এস.আই সিহাবুল, এস.আই মফিজুল উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক মাদক সেবী সহ তার কাছ থেকে ৩ বোতল ভারতীয় হুইসকি উদ্ধার করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক বিরোধী একটি মামলা হয়েছে। আসামীকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
