কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষ্যে রবিবার ১৫ আগষ্ট সকাল ৯টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় আলোচনা সভয় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা।
তিনি তার বক্তব্যে বলেন-১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্বপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে চলেছেন। আমরা নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের জন্য দোয়া করি।
এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এর অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানানো হয় বঙ্গবন্ধু ম্যুরালে সকাল সাড়ে ৭টায়। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের খতিব হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।